মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কুলিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি সদ্য প্রয়াত আব্দুল মান্নান রুহুল’র আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রংপুর গ্রামে আব্দুল মান্নান রুহুলের নিজ বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, বাগেরহাট জেলা আ’লীগ সাধারণ সম্পাদক এ্যাডঃ ভুইয়া হেমায়েত উদ্দিন, মোল্লাহাট উপজেলা আ’লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মোঃ সেলিম রেজা, অধ্যক্ষ এল জাকির হোসেন, কেন্দ্রীয় আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ কমিটির সদস্য শেখ হাবিবুর রহমান, উপজেলা আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন, উপজেলা আ’লীগ নেতা হাসান মোল্লা হায়দার, মোঃ জিকরুল আলম, এস,এম নাসির উদ্দিন, এস,এম সাইকুল আলম, নজরুল ইসলাম মিল্টন, এম এম নওশের আলী নসু, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ও প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, আটজুড়ি ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল বাশার মোল্লা, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, শেখ রফিকুল ইসলাম, গাংনী ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মাফিজ সিকদার, আ’লীগ নেতা মোঃ মনিরুজ্জামান মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আশিকুল আলম তন্ময়, সাংবাদিক শরীফ মাসুদুল করিম, শেখ শাহিনুর ইসলাম শাহিন ও শেখ সোহেল রানা আ’লীগ নেতা আওলাদ হোসেন, যুবলীগ নেতা কল্লোল বিশ্বাস পলু ও বাশারসহ জনপ্রতিনিধি, আ’লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ। এ দোয়ায় অংশ গ্রহণকারী সকলকে দুপুরের খাবার খাওয়ানো হয়।
সার্বিক অনুষ্ঠানের তত্বাবধান/সঞ্চালনা করেন আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মোঃ বাবলু মোল্লা।