মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ এঘটনা মোল্লাহাট উপজেলা উদয়পুর ইউনিয়নের গাড়ফা চর পাড়ায় নিহত ইব্রাহিম ফকিরের বাড়িতে ঘটে। গত ২৮/০৮/২০২০ ইং তারিখ রাত ৩টায় ঢাকা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় ইব্রাহিম মৃত্যুবরণ করেন। এ মৃত্যুর সংবাদ পেয়ে গাড়ফা গ্রামে ও তার বাড়িতে চলছে শোকের মাতাম ও স্বজনদের আহাজারি। থামছে না কারোর বুঝেও। তথ্য অনুসন্ধানকালে এলাকাবাসী ও নিহত ইব্রাহিমের পরিবার সূত্রে জানা যায় গত ২৫/০৮/২০২০ ইং তারিখ নিহত ইব্রাহিমের পাওনা ২ লাখ টাকা চাওয়ার অপরাধে ঐ দিন সন্ধ্যা বেলা ইব্রাহিমের বাড়িতে হাচেন সরদার হোসেন সরদার কর্তৃক ১০/১২ জন হামলা চালায়। এ সময় তার স্ত্রী আখি বেগম ঘর থেকে বাহির হয়ে সবাইকে শান্ত হতে বললে ঐ সময় হামলাকারী দল আখি বেগমকে বেদড়ক ভাবে কুপিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। এলাকাবাসী আখি বেগমকে উদ্ধার করে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার জন্য ভ্যান যোগে পাঠায়। এ সংবাদ পেয়ে তার স্বামী ইব্রাহিম ফকির দ্রুত মোল্লাহাট বাজার হইতে বাড়ি যাওয়ার পথে স্কেন্দার মাস্টারের সীমানার উপর ও আনিসের বাড়ির সামনে পৌছানো মাত্র হামলাকারীরা ইব্রাহিমকে ঘিরে ফেলে এলোপাথারি ভাবে কুপাইতে থাকে। ইব্রাহিমের ডাক চিৎকারে তার চাচাতো ভাই বদরুল ফকির (২৫) ও লিয়ন ফকির ইব্রাহিমকে উদ্ধার করতে আসলে তাদেরকে মাথায় কুপিয়ে হত্যার চেষ্টা চালায় হামলাকারীরা। এ সময় এলাকাবাসী ছুটে আসায় হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের প্রথমে মোল্লাহাট পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করে। গুরুতর ইব্রাহিমকে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্স হইতে খুমেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে। ইব্রাহিমের অবস্থা আরো আশঙ্খাজনিত হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করলে গত ২৮/০৮/২০২০ ইং তারিখে দিবাগত রাত ৩ টায় ইব্রাহিমের চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শুরু হয় শোকের মাতাম আর স্বজনদের আহাজারি। থামছেনা ও মানছেনা কারোর বুঝ। মোল্লাহাট থানার ওসি গোলাম কবির জানান- আমরা শুনছি মারা গেছে তবে এ ঘটনায় গতকালই মামলা হয়েছে।