বাগেরহাটের মোল্লাহাট থেকে ইয়াবাসহ মাদক কারবারি শেখ জহিরুল ইসলাম (৩৪) কে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৫ জুন) আনুমানিক রাত ১১ টার দিকে র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, বাগেরহাট জেলার মোল্লাহাট থানাধীন মোল্লাহাট ব্রিজের নীচে প্রশান্ত মিষ্টান্ন ভান্ডার এর সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেস্টাকালে আসামী শেখ জহিরুল ইসলাম(৩৪), পিতা-শেখ জাহাঙ্গীর হোসেন, মাতা-মোছাঃ ফাতেমা বেগম, সাং-শ্রীরামকান্দি, থানা-টুঙ্গিপাড়া, জেলা-গোপালগঞ্জ’কে গ্রেপ্তার করে।এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তরকৃত আসামীর দখল হতে ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট, ০১ টি মোটরসাইকেল, ০২ টি মোবাইলফোন এবং ০২ টি সীমকার্ড উদ্ধার পূর্বক জব্দ করে।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে বাগেরহাট জেলার মোল্লাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।