মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটের কৃতি সন্তান লায়ন শেখ হাবিবুর রহমান বাংলাদেশ আওয়ামীলীগ, কেন্দ্রীয় উপকমিটির কৃষি ও সমবায় বিষয়ক সদস্য নির্বাচিত হওয়ায় চুনখোলা ইউনিয়ন আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রোববার বিকালে চুনখোলা ইউনিয়নের ছোট কাচনা গ্রামে শেখ হাবিবুর রহমানের বাড়ির চত্ত্বরে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। চুনখোলা ইউনিয়ন আ’লীগের সভাপতি মনোরঞ্জন পাল এর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, গাংনী ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, কুলিয়া ইউপি চেয়ারম্যান বাবলু মোল্লা, অবঃ পুলিশ পরিদর্শক শিকদার আক্কাস আলী(পিপিএম), অবঃ পুলিশ পরিদর্শক মোল্লা দেলোয়ার হোসেন বাচ্চু, চুনখোলা ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি শিকদার আজাদ আলী, সাধারণ সম্পাদক শরীফ মাহাতাফ উদ্দিন, গাংনী ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক শিকদার মফিজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক রনি শিকদার, গাংনী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ ভুলু মিয়া, প্রেসক্লাব মোল্লাহাটের প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, ওয়ার্ড আ’লীগ নেতা শরীফুজ্জামান শরীফ, শেখ ইকবাল হোসেন, যুবলীগ নেতা আরিফুজ্জামান দুলাল, ইউপি সদস্য মোল্লা সহিবুজ্জামান সবুজ, শিকদার অহিদুজ্জামান, হুমায়ুন শেখ, রিগান শেখ, চুনখোলা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্লাবন বিশ্বাস, সহ-সভাপতি রাজু শরীফ প্রমূখ।