বাগেরহাটের মোল্লাহাটে মাদক করাবারি আপন ভাতিজাকে হাতেনাতে জড়িয়ে ধরায় ২৫০ গ্রাম গাঁজা ফেলে চাচাকে কামড়িয়ে যখম করে পালিয়ে গেছে শেখ সাদি নামের একাধিক মামলার আসামী। বুধবার বিকালে উপজেলার মেঝেরা গওলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে উক্ত ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে মোল্লাহাট থানা পুলিশ।
সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম সরদার মুঠোফোনে জানান, মেঝেরা গাওলা গ্রামের গাউস শেখের ছেলে শেখ সাদি (৩৮) দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে যুব সমাজ ধ্বংশ করছে। তার নামে বেশক’টি মাদক মামলা রয়েছে। ঘটনার সময় নিজ বাড়ির খড়ের পালার (গাদা) নিচ থেকে গাঁজা নিচ্ছিলো সাদি। বিষয়টি নজরে পড়ায় তার আপন চাচা দাউদ আলী শেখ তাকে জড়িয়ে ধরে। তখন নিজেকে ছাড়াতে গাঁজা ফেলে চাচার হাত কামড়িয়ে যখম করে পালিয়ে যায় সাদি। এরপর মোল্লাহাট থানায় ফোন করলে পুলিশ এসে উক্ত গাঁজা নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লাহাট থানার নবাগত অফিসার ইনচার্জ সোমেন দাশ।