সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে চুরিকালে সরঞ্জাম ও ধারালো ছুরিসহ দুর্ধর্ষ রাজেন আটক | চ্যানেল খুলনা

মোল্লাহাটে চুরিকালে সরঞ্জাম ও ধারালো ছুরিসহ দুর্ধর্ষ রাজেন আটক

বাগেরহাটের মোল্লাহাটে গভীররাতে চুরি করতে গিয়ে চুরির সরঞ্জান ও ধারালো ছুরিসহ হাতেনাতে ধরা পড়েছে দুর্ধর্ষ বাবলু মোল্লা ওরফে রাজেন নামের সুঠাম দেহের এক যুবক। উপজেলার হাড়িদাহ গ্রামের খ্যাতনামা ফয়েজ হজুরের বাড়িতে তদবীর নিতে আসা রোগিদের মোবাইল, টাকা ও গহনা চুরিকালে শুক্রবার গভীররাতে হাতেনাথে ধরা পড়ার এ ঘটনা ঘটে। আটক যুবক বাবলু মোল্লা ওরফে রাজেন পাশ্ববর্তী চরকুলিয়া গ্রামের আলাল মোল্লা ও আলেয়া দম্পতির ছেলে। সে দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাই করে চলেছে বলে পরিচয় গোপন রাখার অনুরোধে এলাকার অনেকে জানান।

ফয়েজ হুজুর জানান-তার কাছে অনেক দুর-দুরান্ত থেকে অসুস্থ্য গরীব-দুঃখী অসহায় মানুষ তদবীর নিতে আসে। দুরের মানুষ-জন তার নিজের বাড়ি সহ আশ-পাশের মানুষের বাড়িতে আশ্রয় নিয়ে থাকেন। ওই সকল রোগিদের থেকে টাকা ও মোবাইল চুরিকালে অনেকে ধাওয়া করে ধরে ফেলেন চোর বাবলু’কে। এরপর স্থানিয় চৌকিদারসহ অনেকে উপস্থিত হণ। পরে মোল্লাহাট থানায় খবর দেয়া হলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
স্থানিয় চৌকিদার/গ্রাম পুলিশ মনিরুজ্জামান জানান-হুজুর অসহায় মানুষ জনের চিকিৎসার জন্য তদবীর দেন। দুরের অনেকে এসে হুজুরের বাড়ি আশ্রয় নেন চিকিৎসা (তদবীর) নেয়ার জন্য। ওই সকল রোগিদের চেইন, দামী মোবাইল ও টাকা চুরি হয়ে থাকে। এছাড়া স্থানীয় মাদ্রাসা থেকে পর্যায়ক্রমে ১০টি বাই-সাইকেল চুরি হয়েছে। গত রাতে এ চোর (বাবলু ওরফে রাজেন) হাতেনাতে ধরা পড়ে। এ চোর (রাজেন) কয়েক জনকে (যারা ধরেছে) দেখে নেওয়ার হুমকী দিয়েছে বলেও জানান তিনি। তিনিসহ এলাকাবাসী এর যথাযথ বিচার দাবী করেন।
বাবলু ওরফে রাজেন বলেন-তিনি চুরি করতে এসে ছিলেন এবং ধারালো ছুরি ও চুরির সরঞ্জাম তার কাছে ছিলো। তিনি একা চুরি করতে এসে ছিলেন বলেও দাবী করেন।
বাবলুর পিতা আলাল মোল্লা জানান-তার ছেলের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ অনেকবার থাকলেও চুরি করতে গিয়ে ধরা পড়ার ঘটনা এই প্রথম।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজি গোলাম কবীর বলেন-এঘটনার যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ন্দরবন মহিলা কলেজের গরীব ও মেধাবীদের বৃত্তি প্রদান করলেন কৃষিবিদ শামীম

চিতলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে সভা

রামপালে কেন্দ্রীয় ছাত্রদলের ৩১ দফার লিফলেট বিতরণ

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা বাবুল খাঁনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রামপালে দেশব্যাপী ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।