মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃস্টির লক্ষে খাদ্যের নিরাপদতা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, অধ্যক্ষ এল জাকির হোসেন, ডাঃ সৌমিত্র মিত্র. প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুন্নেছা, কৃষি-সম্প্রসারণ কর্মকর্তা কপিল বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সমবায় কর্মকর্তা আশুতোষ কুমার মল্লিক, ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন, শেখ রফিকুল ইসলাম ও মোঃ বাবলু মোল্লা, স্যানিটারী পরিদর্শক আবু আনসার, মৎস্য কর্মকর্তা মাসুম খান, কেকারী মালিক মাহাবুব, হোটেল মালিক কবির ও মিষ্টি দোকানী স্বপন প্রমূখ।