বাগেরহাটের মোল্লাহাটে চার বছর পূর্বের জব্দকৃত ১৩৮০০ কেজি ডাম্পিং খাবার অযোগ্য চাল উন্মুক্ত নিলামে বিক্রি হয়েছে। আদালতের নির্দেশে মোল্লাহাট উপজেলা নিলাম কমিটির আয়োজনে বুধবার সকাল ১১টায় মোল্লাহাট উপজেলার গাড়ফা বাজার খাদ্য গুদাম চত্বরে এ উন্মুক্ত নিলাম বিক্রি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নিলাম কমিটির সভাপতি মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উন্মুক্ত এ নিলাম বিক্রি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলম, ওসিএলএসডি লুৎফুন নাহার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, ইউপি সদস্য কে,এম রুবেল, ঠিকাদার এস,এম, নাসির উদ্দিন, ফজলে এলাহী লেবীন, মোঃ আরিফুজ্জামান দুলাল, আওলাদ হোসেন প্রমূখ।
মোট ৭ জন নিলামে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা মোঃ কামরুল ইসলাম মোল্লা প্রতি কেজি নয় টাকা দশ পয়সা মূল্যে মোট এক লক্ষ পচিশ হাজার পাচশত আশি টাকা নগদ পরিশোধ করেন।