বাগেরহাটের মোল্লাহাটে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে, উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্ট টি তে দুই পর্বে মোট ৩২ দল অংশগ্রহণ করে। প্রথম পর্বে দেশি-বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে ১৬ টি দল এবং দ্বিতীয় পর্বে মোল্লাহাট উপজেলার স্থানীয় খেলোয়াড়দের নিয়ে ১৬ টি দল অংশগ্রহণ করে। গত ১০ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরে কৃষ্ণ অধিকারী।
প্রথম পর্বের খেলায় ইন্দোনেশিয়া থেকে আগত খেলোয়াড় ড্রেনেজ ও গোফার যুগল চ্যাম্পিয়ন এবং রবিউল আলম তুহিনের দল রানার্সআপ এবং সোমবার (১৭ ফেব্রুয়ারি) দ্বিতীয় পর্বের খেলায় জিয়াউল হক তুষারের দল চ্যাম্পিয়ন ও ফাহিম দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।
উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, থানা অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবর্গ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় ব্যক্তিগণ।
মোল্লাহাটকে বাংলাদেশের কাছে পজিটিভ ব্র্যান্ডিং করার জন্য এবং মোল্লাহাটকে একটি মাদক মুক্ত যুবসমাজ উপহার দেয়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।
উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।