বাগেরহাটের মোল্লাহাটে ৭টি ইউনিয়নের ১টি বাদে ৬টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকাল ১০টায় উপজেলার অপারাজিতা মিলনায়তনে তাঁদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। একই সাথে নবনির্বাচিত ৬ জন ইউপি চেয়ারম্যান ও সকল সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন ও সহকারী শিক্ষা কর্মকর্তা রিপন বালা।
যেসকল চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে তারা হলেন, ১ নং উদয়পুর ইউপি চেয়ারম্যান এস,কে হায়দার মামুন, ২ নং চুনখোলা ইউপি চেয়ারম্যান মনোরঞ্জনপাল, ৪ নং কুলিয়া ইউপি চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান, ৫ নং গাওলা ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, ৬ লং কোদালিয়া ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম ও ৭ নং আটজুড়ি ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন ৩ নং গাংনী ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি শরীফ মাসুদুল করিম ও যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে ইউনিয়ন সদস্য ও মহিলা সদস্যদের সম্পৃক্ততা সবচেয়ে বেশি। সরকারের সব কর্মকাণ্ড ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে নবনির্বাচিত সদস্য ও মহিলা সদস্যদের দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, মোল্লাহাট উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়নের ৭১ জন সদস্য এবং ১৮ জনমহিলা সদস্যরা শপথবাক্য পাঠ করেন।