সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে নিরাপত্তার চেয়ে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

মোল্লাহাটে নিরাপত্তার চেয়ে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন

বাগেরহাটের মোল্লাহাটে রাজনগর গ্রামে সামাজিক মর্যাদা ও নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সিরাজুল ইসলাম (৬৮)নামক এক ব্যাক্তি।

সোমবার (১৪ এপ্রিল) দুপুর ১২ টায় নিজ বাসগৃহে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সিরাজুল ইসলাম। এ সময় তার দুই পুত্র তার সাথে ছিলেন।

সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে তিনি বলেন, উদয়পুর ইউনিয়নের রাজনগর গ্রামে তার নিজ নামে খরিদকৃত সম্পত্তিতে একখানা পাকা ঘর নির্মাণ করেন।
চাকরি এবং ছেলেদের লেখাপড়ার সুবাদে তিনি দীর্ঘদিন যাবত ঢাকায় বসবাস করেন, এই সুযোগে তার ছোট ভাই লন্ডন প্রবাসী ইকবাল হোসেন শিকদার, আসলাম শিকদার ও ভাতিজা হাসান শিকদার, আলামিন শিকদার সহ তাদের সহযোগী নাসির শেখ, মফিজ শিকদার, আনিস শিকদার তাকে বসতবাড়ি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে তার ঘরে তালা দেওয়া, গাছপালা কেটে নেয়া সহ বিভিন্ন প্রকার ক্ষতি সাধন করে চলেছে।

উল্লেখিত বিষয়ে পরিত্রাণ পেতে তিনি মোল্লাহাট থানায় গত ৪ এপ্রিল একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ঐ অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সরেজমিনে তদন্তে যায় এবং উভয় পক্ষকে তাদের স্ব স্ব দাবীর পক্ষে দালিলিক প্রমাণাদি নিয়ে আগামী ২রা মে থানায় যাওয়ার জন্য দিন ধার্য করে।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, পুলিশি তদন্তের পর থেকে তিনি তার নিজ বসতবাড়িতে বসবাস করছেন, কিন্তু ইকবাল গং তাকে পুনরায় বাড়ি থেকে উচ্ছেদের জন্য বিভিন্ন ধরনের হুমকি ধামকি ও মিথ্যা মামলার ভয় দেখিয়ে আসছে। এ বিষয়ে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।

লিখিত বক্তব্যে তিনি প্রশাসনের সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমি যাতে সামাজিক মর্যাদা ও নিরাপত্তার সাথে নিজ বাড়িতে পরিবার-পরিজন নিয়ে বসবাস করতে পারি তার ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীর ও সকলের সহযোগিতা কামনা করছি”

অভিযোগের বিষয়ে অভিযুক্ত লন্ডন প্রবাসী ইকবাল হোসেন সিকদার মুঠোফোনে বলেন তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা উপরন্তর তিনি আমাদের বাড়ি দখল করে বসবাস করছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোংলা নদীর ত্রিমোহনায় ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ফকিরহাট পরিবহনের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

মোংলার ফের হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার, নৌকা জব্দ

চিতলমারীতে শেরে বাংলা কলেজ শিক্ষকদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়

এসএসসি পরীক্ষার ১ম দিন ফকিরহাটে উপস্থিতি ৯৯.১৪ ভাগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।