বাগেরহাটের মোল্লাহাটে ব্যাপ্টিষ্ট এইড বিবিসিএফ মোল্লাহাট শিশু, যুব ও সমাজ উন্নয়ন প্রকল্প (এম,সি,ওয়াই,সি,ডি,পি) মোল্লাহাট শাখার আয়োজনে হাঁস ও মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষণ পরবর্তী মুরগীর বাচ্চা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের সভা কক্ষে এ প্রশিক্ষণ প্রদান ও মুরগীর বাচ্চা বিতরণ করা হয়। ব্যাপ্টিষ্ট এইড এর প্রকল্প সমন্বয়কারী এডওয়ার্ড পিটার গমেজ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শাহাদাত জামান, উপ প্রাণি সম্পদ কর্মকর্তা ও প্রশিক্ষক দিলীপ বালা, ব্যাপ্টিষ্ট এইড এর প্রকল্প ব্যাবস্থাপক রিচার্ড স্বপন দাস। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, ব্যাপ্টিষ্ট এইড’র মনিটরিং কর্মকর্তা প্রকাশ দাস, লাইভলীহুড সুপারভাইজার প্রতিক সাহা ও সহায়ক সুজন সরকার প্রমুখ।
উল্লেখ্য, এ উপজেলার মোট ১৬০ জনের মাঝে প্রথম দিনে ৪০ জনকে মুরগীর বাচ্চা বিনামূল্যে প্রদান করা হয়। বাকি ১২০ জনকেও একই ভাবে তাদের পরিবারের অর্থনৈতিক উন্নয়নের জন্য মুরগীর বাচ্চা দেয়া হবে।