মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে বছরের প্রথম দিনে ২০২১ ইং শিক্ষার্থীদের মাঝে ফুলেল শুভেচ্ছাসহ বই বিতরণ করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে শুক্রবার সকালে উপজেলার গাড়ফা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ বই বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেনসহ সংশ্লিষ্টরা এছাড়া কুলিয়া বেদবাড়িয়া বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুল হক সরকারী প্রাঃ বিদ্যারয়ে স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি আব্দুর সবুর মিয়া, প্রধান শিক্ষক ওছিকুর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।