মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসুচতে মহান বিজয় দিবস-২০২০ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৬ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ৭টায় উপজেলা মুক্তিযোদ্ধা অফিস চত্বরের শহীদ স্থম্ভে প্রথমে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। এরপর পর্যায়ক্রমে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা আ’লীগ, মোল্লাহাট থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কেআর কলেজ, সরকারী জাতির জনক বঙ্গবন্ধু মহিলা মহা-বিদ্যালয়, সরকারী ওয়াজেদ মোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, লুৎফর রহমান বিএম কলেজ, প্রেসক্লাব মোল্লাহাট ও গাড়ফা শিশু কিশোর কিশোরী কার্যালয়সহ বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠন। এরপর সকাল ৮টায় সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া সকাল ১১টায় ভার্চুয়ালি (অনলাইন) ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধার ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সম্মৃদ্ধি অর্জন’ শীর্ষক আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচি পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন’র সভাপতিত্বে ওই সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম। এছাড়া উপস্থিত ছিলেন-উপজেলা আ’লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, অধ্যক্ষ এল জাকির হোসেন, থানা অফিসার ইনচার্জ কাজী গোলাম কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির ও হায়দার মামুন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন, আ’লীগ নেতা মোঃ জিকরুল আলম মিয়া ও এস এম নাসির উদ্দিন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, নির্বাচন কর্মকর্তা প্রবীর কুমার মল্লিক ও যুবলীগ নেতা কল্লোল বিশ্বাস পলু প্রমূখ। প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম ও প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন প্রমূখ।