বাগেরহাটের মোল্লাহাটে ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের উফশী ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও স্যার বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উক্ত কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালার সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল বিশ্বাস ও সালমান জামান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ শওকত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফিজুর রহমান বিশ্বাস, চুনখোলা ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন পাল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার ২ হাজার ৭ শত কৃষককে ২ প্যাকেট হাইব্রিড ধানবীজ এবং ১ হাজার ২ শত কৃষককে উপশী জাতের বীজ ও ১০ কেজি ডিএপ স্যার এবং ১০ কেজি এমওপি স্যার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্বোধন করা হয়।