মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধা বাবর আলী মীর(৮৫) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া-ইন্নাইলাহি রাজিউন। শুক্রবার রাত ১০ টায় খুলনার শেখ আবুনাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার গপিনাথপুর গ্রামে। তিনি দীর্ঘদিন যাবত মোল্লাহাটের দারিয়ালা গ্রামে পরিবার সহ বসবাস করতেন। শনিবার যোহর বাদ তার জানাযা কুলিয়া পাঁকা জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয় এবং কুলিয়া পাঁকা মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক পুত্র ও চার কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা বাবর আলী’র জানাযার নামাজ ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান কালে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ওসমান হামিদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদউল্লাহ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শেখ সিরাজুল ইসলাম ছিনু, বীর মুক্তিযোদ্ধা মোল্লা বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোল্লা আবুল হোসেন, উপ-পুলিশ পরিদর্শক মুরাদ কাজী ,প্রেসক্লাব মোল্লাহাটের প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন প্রমূখ।