বাগেরহাটের মোল্লাহাটে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে শিক্ষকদের ১০ দিনব্যাপি দৃষ্টিভঙ্গি পরিবর্তন, শৃঙ্খলাবোধ ও পেশাগত উন্নয়ন বিষয়ক ইনহাউজ প্রশিক্ষণ ২০২১ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের অংশগ্রহণে ১০ দিনব্যাপি যুগোপযোগী উক্ত প্রশিক্ষণের সমাপনী বুধবার দুপুরে অত্র বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণের প্রধান পৃষ্ঠপোষক প্রধান শিক্ষক এস, এম, ফরিদ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন প্রমুখ।
এ সমাপনী অনুষ্ঠানে গত ১০ দিনব্যাপি প্রশিক্ষণের অর্জন/ অভিজ্ঞতা উপস্থাপন করেন শিক্ষকগণ।
করোনাকালে নিজ উদ্যোগে প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করায় শিক্ষকগণকে ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী অফিসার অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ ওয়াহিদ হোসেন।
সকল শিক্ষকদের সমন্বয়ে ৪’টি দল গঠন পূর্বক ৪’টি দলের পক্ষে অভিজ্ঞতা উপস্থাপন করেন শিক্ষক নাসির উদ্দিন হাওলাদার, শেখ সফিউল্লাহ ছাপু, শিপন কুমার বিশ্বাস ও প্রবীর কুমার।
এ অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মণিশংকর গোলদার।