সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ, ক্ষুদ্ধ এলাকাবাসি | চ্যানেল খুলনা

মোল্লাহাটে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ, ক্ষুদ্ধ এলাকাবাসি

বাগেরহাটের মোল্লাহাটে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মানের অভিযোগ উঠেছে মামুন মোল্লা নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন মোল্লাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ মন্ডল।

জানাযায়, মোল্লাহাট উপজেলার কোদালিয়া উত্তর পাড়া জামে মসজিদের পাশ থেকে চামার বাড়িরর খাল পর্যন্ত আধা কিলোমিটার একটি কাঁচা রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে আশপাশের অন্তত ত্রিশটি পরিবার কোদালিয়া বাজার ও মেইন রাস্তায় আসেন। কিন্তু কিছুদিন আগে স্থানীয় ব্যবসায়ী মোঃ মামুন মোল্লা রাস্তাটির অন্তত তিন ফুট দখল করে একটি ভবন নির্মান করেছেন। এলাকারবাসীর আপত্তি স্বত্তেও সে ভবনের একতলা নির্মান করেছেন। প্রথম তলার ছাদ অথবা দ্বিতীয় তলার ঝুল বারান্দার অন্তত চার ফুট রাস্তার উপর রয়েছে। যার ফরে স্থানীয়দের চলাচলে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। অতিদ্রুত সময়ের মধ্যে সরকারি রাস্তা থেকে ভবন সরানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ষাটোর্ধ বৃদ্ধ এরাদ আলী শেখ বলেন, রাস্তাটি কাঁচা মাটির হলেও, এলাকাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে আমরা মসজিদে যাই, বাজারে যাই, শুকনোর সময় ভ্যানে প্রয়োজনীয় মালপত্র বাড়িতে নেই। কিন্তু যেভাবে ভবন নির্মান করা হয়েছে, তাতে রাস্তাটি ব্যবহার অণুপযোগী হয়ে পড়বে।

স্থানীয় গোলাম রাব্বানি, মোঃ জুয়েল মোল্লা, মিনা ইয়াছিন, ইব্রাহিম খানসহ আরও কয়েকজন বলেন, এই রাস্তাটি যে কত গুরুত্বপূর্ণ সেটা যারা এখানে বসবাস করে তারাই জানে। যেকোন মূল্যে আমরা রাস্তার উপর থাকা ভবনের অংশ বিশেষ অপসারণ চাই।

তাহেরা খাতুন নামের এক বৃদ্ধ নারী বলেন, রাস্তাটি দিয়ে দীর্ঘদিন আমরা চলাচল করি। কিন্তু বর্ষা মৌসুমে কাঁদা হওয়ায় একটু কম চলাচল করে মানুষ। সেজন্য ভবন নির্মান করবে সরকারি রাস্তায়! এভাবে বিস্ময় প্রকাশ করেন তিনি।

কোদালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ রানা বলেন, মানুষের সুবিধার জন্যই রাস্তা নির্মান করে সরকার। এই রাস্তা আজ কাঁচা আছে, ভবিষ্যতে হয়ত সলিং অথবা পাকা রাস্তা নির্মান হবে। তখনতো এই ভবন অনেক বড় বাঁধা হয়ে দাড়াবে। এজন্য যত দ্রুত সম্ভব রাস্তার উপর থাকা ভবনের অংশ বিশেষ অপসারণের দাবি জানান তিনি।

ভবনের মালিক মোঃ মামুন মোল্লা বলেন, আমি কোন সরকারি জমি দখল করিনি। পূর্ব শত্রুতার জেরে আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। তারপরও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা যে সিদ্ধান্ত দিবেন আমি মেনে নিব।

মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন বলেন, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ মন্ডল ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। সীমানা নির্ধারণ করে দিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। সরকারি জমি দখল করে কেউ ভবন নির্মান করবে এটা হতে পারে না। সমাধান না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

মোরেলগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত শহিদুল ইসলাম খান

রামপালে চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেনের নির্বাচনী পথসভা

রামপালে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন

রামপালে বেপরোয়া গতির ট্রাক কেড়ে নিল তিন প্রাণ

ফকিরহাটে এসএসিপি প্রকল্পের সবজি ক্ষেত পরিদর্শনে ইফাদের প্রতিনিধিদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।