বাগেরহাট: মোল্লাহাট উপজেলা সোনাপুর গ্রামে ১২,০১,২০২১ ইংরেজি, রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায়, সাবেক মেম্বার হায়দার মোল্লা ও কাকা মিয়া জুনায়েদ এ দুই গ্রুপের মাঝে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জেরে, পানি তোলা স্যালো মেশিন এক জমি থেকে অন্য জমিতে নিতে গেলে হায়দার মোল্লার লোকজন জুনায়েদ মোল্লার লোকজনকে বাধা দেয়। এই বাঁধার পরিপেক্ষিতে উভয় পক্ষের মাঝে উত্তপ্ত বাক্যবিনিময় চলে। এরপর দুই পক্ষের হাতাহাতি হয়। হাতাহাতির একপর্যায়ে সোহাগ মোল্লা নামক যুবককে (২৫) ফুলকুচি বা টোটা ধারা তার বাম বুকে আঘাত করা হয়। এ মারামারির সময় উভয়পক্ষের ১৫ থেকে ২0 জন আহত হয়। সোহাগ মোল্লার বামপাশে ফুলকুচি বেঁধে সে অজ্ঞান হয়ে যায়।তখন লোকজন তাকে নিয়ে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে খুলনা সদর হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা দেখে তাকে ঢাকা মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সোহাগ মোল্লার অবস্থা স্থিতিশীল রয়েছে।এ জমি নিয়ে দীর্ঘদিন উভয় পক্ষের দ্বন্দ্ব রয়েছে।
উল্লেখ্য এ জমির বিরোধ নিয়ে উপজেলা চেয়ারম্যান ও মোল্লাহাট থানা পুলিশ থেকে কয়েকবার মীমাংসা করা হয়। এ বিষয়ে মোল্লাহাট থানার ওসি তদন্ত, জগন্নাথ বলেন এ জঘন্য কাজের জন্য আমরা একজনকে অ্যারেস্ট করেছি। তার কাছ থেকে তথ্য বের করার চেষ্টা হচ্ছে। এ বিষয় মামলা হয়েছে মামলা নং ৭, ১৪৩ ধারা। এ বিষয়ে মামলা হয়েছে ১৮ জনের বিরুদ্ধে। তাদের ধরার জন্য চেষ্টা করা হচ্ছে।বর্তমান সোনাপুরা গ্রামের পরিস্থিতি শান্ত এবং পুলিশ ওখানে সর্বময় পাহারায় রয়েছে যাতে কোনো অপ্রীতিকর বিশৃঙ্খলা না ঘটে সেদিকে পুলিশের কড়া নজর রয়েছে।