স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন ও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মহাসড়কে সব ধরনের যান-বাহণ চলাচল বেড়ে যাওয়ায় মোল্লাহাটে হাইওয়ে পুলিশের বিশেষ তৎপরতা শুরু হয়েছে। দুর্ঘনা রোধ ও শৃংখলা রক্ষার্থে উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশে এ বিশেষ তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছেন মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ টিআই শেখ আবুল হাসান।
টিআই শেখ আবুল হাসান জানান, মহাসড়কে বেপরোয়া চালিত গাড়ির গতিরোধ, থ্রি-হুইলার (তিন চাকার যান) এর প্রসিকিউশন, মটর সাইকেল ও চালকের লাইসেন্স/বৈধতা যাচাই ও দুর্ঘটনা প্রবণ এলাকায় নজরদারির জন্য তাদের বিশেষ তৎপরতা শুরু হয়েছে।