সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে ৯২টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর উদ্বোধন | চ্যানেল খুলনা

মোল্লাহাটে ৯২টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর উদ্বোধন

বাগেরহাটের মোল্লাহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আরো ৯২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারাদেশের ২৬ হাজার ২২৯ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমির দলিলসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনের অংশ হিসেবে মোল্লাহাটেও জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ৯২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করেন উক্ত অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, ডিজিএম (পল্লীবিদ্যুৎ) মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন পাল, শিকদার উজির আলী, মোঃ মিজানুর রহমান, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া ও (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের ভূমিহীন ও গৃহহীনদের জন্য এ কার্যক্রম শুরু করেছিলেন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে মুজিব শতবর্ষ উপলক্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেণির ভূমিহীন পরিবার পুনর্বাসন কার্যক্রম চলমান। যা, সারা দেশের ন্যায় মোল্লাহাট উপজেলায়ও চলমান রয়েছে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মোল্লাহাটে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে সর্বমোট ২৬৫টি ঘর নির্মাণ করা হয়েছে। যার মধ্যে প্রথম পর্যায়ে ৩৫টি, দ্বিতীয় পর্যায়ে ৬০টি এবং তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ৭০টি ঘরের নির্মাণ শেষ হয়েছে। ওই সব ঘর উপকারভোগীদের মধ্যে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদান করা হয়েছে। মোল্লাহাট উপজেলাতে দ্বিতীয় ধাপের ১০০ টি ঘরের মধ্য হতে ৯২ টি ঘর (আজ) বৃহস্পতিবার ২১ জুলাই ২০২২ খ্রিঃ প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের মধ্য হস্তান্তর করা হ্েচ্ছ। বাকি ৮টি ঘর পরবর্তীতে একইভাবে দেয়া হবে।
তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ১০০ টি বরাদ্দ প্রাপ্ত ঘরের স্থানসমূহ হলো উপজেলার উদয়পুর ইউনিয়নের চর আস্তাইলে ২৮ টি, আটজুড়ী ইউনিয়নের কদমতলা এলাকায় ২৯ টি, গাংনী ইউনিয়নের মাতারচর এলাকায় ৩৮ টি ও চুনখোলা ইউনিয়নের শাসন এলাকায় ৫টি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে ১ লাখ ৬০ হাজার নকল বিড়ি ধ্বংস, দেড় লাখ টাকা জরিমানা

চিতলমারীতে বাংলাদেশ জামায়েত ইসলামী যুব সমাবেশ অনুষ্ঠিত

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে ৩টি ফিশিং ট্রলারসহ ৪৮ভারতীয় জেলে আটক

ফকিরহাটে সাবেক ইউপি চেয়ারম্যান পাপলু’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন বিএনপি’র আয়োজনে বর্ধিত কর্মি সভা অনুষ্ঠিত

চিতলমারীতে শিক্ষক ও সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।