বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হরতকিতলা গ্রামে পূর্ব শত্রুতার জেরে হামলায় প্রতিবন্ধী ও নারীসহ একই পরিবারের ৫জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে এ হামলার বিচারের দাবিতে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহত নাসির হাওলাদার বলেন, ৪ মে সকালে মোড়েলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের হরতকিতলা গ্রামে নিজ বাড়িতে আমরা সকলে অবস্থান করছিলাম।
জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী ফরিদ হাওলাদার, হাচান হাওলাদারসহ ৮-৯ জন ধারালো অস্ত্র, দা, লাঠি ও শাবল নিয়ে পরিকল্পিতভাবে এসে আমাদের উপর হামলা করে।
আমার বড় ভাই চুন্নু হাওলাদার, তার স্ত্রী রাহেলা বেগম, পঙ্গু ভাই ইসমাইল হোসেন পান্না, আমি ও আমার স্ত্রী জেসমিন বেগমকে বেধড়ক মারধর করে। বাড়িঘর ভাংচুর করে। ইসমাইল হোসেন পান্নাকে টেনে-হিঁচড়ে ফরিদ হাওলাদারের বাড়িতে নিয়ে পেয়ারা গাছের সাথে বেঁধে রাখে।
এক পর্যায়ে আমাদের পরিবারের অন্য সদস্যরা ৯৯৯-এ কল করলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে মোড়েলগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় পঙ্গু ইসমাইল হোসেন পান্না ও আমার স্ত্রী জেসমিন বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চুন্নু হাওলাদার ৮ মে ফরিদ হাওলাদার, হাচান হাওলদারসহ ১০ জনের নাম উল্লেখ করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
আহত জেসমিন বেগম বলেন, আমরা খুব অসহায়। ফরিদের পক্ষের লোকেরা কাস্টমসসহ বিভিন্ন সরকারি চাকুরী করে। তাদের টাকা আছে। নিজেরা অন্যায় করে টাকা দিয়ে সবকিছু সমাধান করে নেয়। আমরা সরকারের কাছে ন্যায় বিচার দাবি করি।
মোড়েলগঞ্জ থানা অফিসার ইনর্চাজ কেএম আজিজুল ইসলাম বলেন, হরতকিতলা গ্রামে দুই পক্ষের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দুই পক্ষই দুটো মামলা দিয়েছে। সংবাদ সম্মেলন করা নাছির হাওলদারের ভাইয়ের মামলায় এজাহার নামীয় শাহজাহান হাওলাদার মন্টু নামের একজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।