বাগেরহাটের মোড়েলগঞ্জে অবৈধ বিদ্যুৎসংযোগ নেওয়াকে কেন্দ্র করে তোরাফ আলী শেখ(৭০) নামের এক দিনমজুর পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহত ওই দিনমজুরকে মোড়েলগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জনাগেছে, মঙ্গলবার দুপুরে রামচন্দ্রপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে মৃত. করম আলী শেখের পুত্র তোরাফ আলী শেখের জমির উপরের বৈদ্যুতিক খুটি থেকে পার্শ্ববতী বর্ষীবাওয়া গ্রামের আবুল বাসারসহ কতিপয় দুর্বৃত্ত জোর করে বিদ্যুসংযোগ নেয়ার চেষ্টা করে। এ সময় জমির মালিক তোরাফ আলী তাদের বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আবুল বাশারের নেতৃত্ব দুর্বৃত্তরা তাকে মারপিট করে আহত করে।
এ ঘটনায় তোরাফ আলী বাদি হয়ে আবুল বাসারসহ ৫ জনের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।