মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে ‘উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অংশ গ্রহনে বুধবার বিকেলে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ¦ এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু ।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) রঞ্জন চন্দ্র দে, জেলা পরিষদের সদস্য আফরোজা আকতার লিনা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, বারইখালী ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান লাল, মোরেলগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান এইচএম মাহামুদ আলী, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলদার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুল হান্নান, উপজেলা শিক্ষা অফিসার মো.জালাল উদ্দিন প্রমুখ।
দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকারের সাফলতার প্রশংসার পাশপাশি মোড়েলগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়নের দুর্যোগ মোকাবেলার করণিয় নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন বক্তরা। সভায় আরো জানানো হয়, মোড়েলগঞ্জে পৌর সভার বাজারে স্বাভাবিক জোয়ারেই হাটু পানিতে নিমজ্জিত হয়। পানগুছি নদীর তীরবর্তী বারইখালীর ফেরিঘাট থেকে ঘষিয়াখালী ও সদর ইউনিয়নে গাবতলা এলাকা ভাঙ্গন দুর্যোগের শিকার এলাকার হাজার হাজার পরিবার। লবন পানিতে নিমজ্জিত থাকে ফসলি জমি। এ থেকে পরিত্রান চায় এলাকাবাসি।