বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জে ইউপি নির্বাচনকে সামনে রেখে মোটর শোভাযাত্রা করেছেন আওয়ামী লীগ নেতা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার বিকেলে দৈবজ্ঞহাটী ইউনিয়নের আমতলা বাজার থেকে ৪ শতাধিক এ মোটর শোভাযাত্রা ২০ কিলোমিটার র্যালীটি নেতৃত্ব দেন দৈবজ্ঞহাটী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম। তিনি ইউনিয়নের জোকা, খালকুলিয়া, নূরুল্লাহপুর, গাজিরঘাট, মিত্রডামঙ্গা, হামচাপুর, পোলেরহাট ও দৈবজ্ঞহাটীর প্রত্যান্ত গ্রামের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় সামনে সংক্ষিপ্ত পথসভায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গ্রামীন জনপদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে সকলকে একযোগে কাজ করতে হবে। মোরেলগঞ্জ-শরণখোলার স্বপ্নদ্রষ্টা সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন এর নেতৃত্বে দল যাকে দলীয় মনোনয়ন দিবেন তার হয়ে সকল নেতাকর্মীদের এক হয়ে কাজ করতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কেএম শাহাজাহান, শিক্ষক মো. হারেজ হাওলাদার, যুবলীগ নেতা ইউপি সদস্য নওশের খান, আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি লুৎফর রহমান শেখ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শেখ, মাষ্টার মিজানুর রহমান সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।