বাগেরহাটের মোড়েলগঞ্জে শ্রী গুরু সংঘের আশ্রমে শ্রী শ্রী মদ দূর্গাপ্রসন্ন পরমহংসদেবের স্মরণে ১২৯তম শুভ অর্বিভাব অনুষ্ঠান উপলক্ষে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাত ৯টায় শ্রী গুরু সংঘের মন্দিরে মহানাম যজ্ঞাঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪, মোড়েলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুবলীগের যুগ্ম আহŸায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীগুরু সংঘের মন্দির কমিটির সভাপতি শিশির কর্মকার, সাধারণ সম্পাদক অসীম কর্মকার, শংকর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক দিপক কুমার কর্মর্কার, অজিদ সাহা, অমল ঘোষ নান্টু সাহা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাড.আমিরুল আলম মিলন বলেন, ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রতির বাংলাদেশে সকল ধর্মের মানুষ উৎসবের সাথে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে থাকেন। আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় মন্দির, মসজিদ, গির্জা উপসনালয় স্থানগুলোকে অধুনিকায়ন করা হচ্ছে।