বাগেরহাট : “জন্ম থেকে জলছি মাগো, তোমার এ ভাঙ্গা সংসারে” তার পরেও আবার প্রভাবশালীদের দখলে পৈত্তিক জমি। বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন দৃষ্টিপ্রতিবন্ধীর পরিবার।
এমন এক দৃষ্টিপ্রতিবন্ধী বাগেরহাটের মোড়েলগঞ্জের বর্ষিবাওয়া গ্রামের সাহেব হাওলাদার(৩৬)। অভাব অনটনের সংসার ৪ সদস্য’র পরিবার। পিতা দিনমজুর আব্দুল কুদ্দুস হাওলাদার।
দুটি ছেলেই দৃষ্টিপ্রতিবন্ধী, সাহেব হাওলাদার(৩৬), আসাদুল হাওলাদার(২৩) মেয়ে নাজমুুন নেছা খুলনা খানজাহান আলী ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্রী। অভাবের সংসারে কোনমতে দিনাতিপাত করতে হয় তাদের। এতো কষ্টের মধ্যেও এলাকার প্রভাবশালী মন্টু হাওলাদার ওরফে সিদ্দিক ৬ বছর পূর্বে তার লোকজন নিয়ে বেদখল করে নিয়েছে তাদের ৬৬ শতক বিলীন জমি।
এ বিষয়ে প্রতিবন্ধী সাহেবের মাতা সাহেরা বেগম প্রভাবশালী মন্টু হাওলাদারের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানা, স্থানীয় সংসদ সদস্য’র বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। ন্যায় বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন প্রতিবন্ধীর পরিবার।
দৃষ্টি প্রতিবন্ধী সাহেব হাওলাদার বলেন, জন্ম থেকে যার দুঃখে ভরা জীবন, তার কথা আর কি শুনবেন। নানা বাড়ি থেকে মায়ের প্রাপ্ত ৬৬ শতক জমি বেদখল করে নিয়েছে এলাকার প্রভাবশালী মহল। স্থানীয় নেতা, চেয়ারম্যানের কাছে বিচার দিয়েও কিছুই করতে পারছেনা তাদের। ওদের ভয়ে কেউ মুখ খুলে কথা বলার সাহস পায়না।
এ সর্ম্পকে রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, প্রতিবন্ধী সাহেবের জমির বিষয়টি স্থানীয়ভাবে বসাবসির চেষ্টা চলছে। তবে প্রতিপক্ষ একটু ঘারত্যাড়া।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীর অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষকে ফয়সালা না হওয়া পর্যন্ত জমিতে চাষাবাদের জন্য নিষেধ করা হয়েছে। তবে শীঘ্রই সমাধান হতে পারে বলে তিনি জানান।