বাগেরহাটের মোড়েলগঞ্জে বিশুদ্ধ ও সুপেয় পানির সংকট মেটাতে ভ্রাম্যমান ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দিয়ে পানি সরবরাহ শুরু হয়েছে।
শনিবার সাড়ে ৩টায় পানি বিশুদ্ধ করণের অত্যাধুনিক মেশিনসহ একটি ট্রাক মোড়েলগঞ্জে পৌছালে দ্রæত পানি সরবরাহ শুরু করা হয়। উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক উপস্থিত থেকে পানি সরবরাহের কাজ শুরু করেন।
এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুল ইসলাম বলেন, মোড়েলগঞ্জে বিশুদ্ধ পানির চরম সংকট চলছে। ভ্রাম্যমান এই মেশিনটি ঘন্টায় ৬০০ লিটার বিশুদ্ধ পানি উদপাদন ও সরবরাহ করবে। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন মেশিনটি দিয়ে পানি সরবরাহ চালিয়ে যাওয়া হবে বওে এ কর্মকর্তা জানান।