মোড়েলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে উপজেলা বেসামরিক গেজেট ভূক্তমুক্তিযোদ্ধা কমিটির সভাপতি সহ মুক্তিযোদ্ধারা সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার সকাল সাড়ে ৯টায় মোড়েলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল(জামুকা) কর্তৃক উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মো. সরোয়ার হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছিলেন। তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। যুদ্ধকালিন সময়ে জিউধরা ইউনিয়নের কালিবাড়ি ক্যাম্পে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূর মোহাম্মদ হাওলাদারের নেতৃত্বে মুক্তি ক্যাম্পে যোগদান করেন। সাবেক কৃষি মন্ত্রী শেখ আব্দুল আজিজ ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল রশিদসহ যাচাই বাছাই কমিটির যাচাইঅন্তে লাল তালিকাভূক্ত হন তিনি।
যার প্রেক্ষিতে বর্তমান ২৮ জানুয়ারি জামুকা বোর্ড হতে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খানকে, অব্যাহতি দিয়ে আমাকে তথা বীর মুক্তিযোদ্ধা মো. সরোয়ার হোসেন হাওলাদারকে সভাপতি নির্বাচন করে গেজেট প্রকাশ করা হয়।
তিনি আরো বলেন, হোগলাবুনিয়া ইউনিয়নের সাবেক ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন কালে কোন অনিয়ম, দুনীতি তাকে গ্রাস করতে পারেনি।
এবারের যাচাই বাছাই কমিটিতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম অন্তভূক্ত হবে বলে আশ^স্ত করেন। পাশাপাশি তিনি সকলের সহযোগিতা চান। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম হাওলাদার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল অর্ধশতাধিক বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।