বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষ উপলক্ষ্যে ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম শুভ উদ্ধোধন বিষয়ে বহুল প্রচারের জন্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম ।
মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠানে মোড়েলগঞ্জ প্রেস ক্লাব এর ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সরকারি কর্মকর্তা,ইউনিয়ন চেয়ারম্যান সহ সুধিজন উপস্থিত ছিলেন,
উল্লেখ্য আগামী ২৩ জানুয়ারী প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষ উপলক্ষ্যে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্ধোধন করবেন ।