বাগেরহাট : মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটের মোড়েলগঞ্জে খাউলিয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রচারপত্র বিলি, মটর শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১০টায় সন্ন্যাসী এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ আয়োজন করেন খাউলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের।
ইউনিয়ন আওয়ামী লীগ, সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার শতশত মানুষ সমাবেশে অংশ গ্রহন করেন।
সমাবেশ শেষে চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিয়নের ৩০ কিলোমিটার সড়ক আমতলী, বানিয়াখালী, চেয়ারম্যান বাজার, পল্লীমঙ্গল এলাকায় এ মটর শোভাযাত্রাটি ঘুরে এসে ইউনিয়ন পরিষদ চত্ত¡রে শেষ হয়।
এ সময় চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে পদ্ধা সেতু নির্মাণ, বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ, কমিউনিটি ক্লিনিক, শতভাগ বিদুৎতায়ন, প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তি, শিশুদের খাদ্য বিতরণ, মুক্তিযোদ্ধা, বয়স্ক, বিধবা ভাতা ও প্রতিবন্ধীভাতা গৃিহহীনদের মাঝে আবাসন প্রকল্প, ১০ টাকার চাল বিতরণসহ জনকল্যাণে এ সব উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন।