বাগেরহাটের মোড়েলগঞ্জে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আগাম প্রচার-প্রচারণায় মাঠে নেমেছে দলীয় প্রার্থীরা।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদারের এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ব সরালিয়া গ্রামের তরুন সংঘ ক্লাব চত্তরে আয়োজিত এ মতবিনিময় সভায় আবুল হোসেন শেখের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আশ্রাব আলী শেখ, সমাজ সেবক খলিলুর রহমান, সাবেক কাউন্সিলর মো. জালাল উদ্দিন তালুকদার, ছাত্রলীগ নেতা এ্যাড. মাহমুদুল হাসান শুভ সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় পৌরসভার নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদার বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দক্ষিণাঞ্চলের উন্নয়নের রুপকার শেখ হেলাল উদ্দিন এমপি যাকে মনোনয়ন দিবে ঐক্যবদ্ধভাবে সকলে তার কাজ করবো।
তিনি আরো বলেন ডিজিটাল বাংলার উন্নয়নের ছোয়া জনগনের দ্বার প্রান্তে পৌছে দিতে মোড়েলগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রুপান্তিত করার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি। সভায় জনগনের কাছে সমর্থন ও ভোট চেয়ে ভোট প্রার্থনা করেন এ নেতা।