বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌরসভা মেয়র মনিরুল হক তালুকদারের উদ্যোগে শুক্রবার বিকেলে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে এ্যাড. মনিরুল হক তালুকদার বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদœা সেতু এখন দৃশ্যমান । প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে। টেকনাফ থেকে তেতুলিয়া মধ্যে এমন কোন জায়গা নেই সেখানে উন্নয়র হয়নি। শেখ হাসিনার উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে দক্ষিণাঞ্চলের সিংহ পুরুষ জননেতা শেখ হেলাল উদ্দিন এমপি সহযোগীতায় অনস্বীকার্য। তারই সহযোগীতায় মোড়েলগঞ্জ পৌরসভার উন্নয়ন আরো ত্বরান্বিত হয়েছে।
পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে, খাদ্যগুদাম সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা বজলুর রহমান। সভায় ৯ ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীসহ শত শত লোক অংগ্রহন করে।