বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জের বলইবুনিয়ায় শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু।
শনিবার সকাল ১১টায় শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বলইবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজ সেবক মাষ্টার খ.ম লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার, নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, পুটিখালী আওয়ামী লীগের সভাপতি মাওলানা আব্দুল কাদের, প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম প্রমুখ। এ উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪১৪টি বিদ্যালয়ের ৫৪ হাজর শিক্ষার্থীর হাতে পৌছে দেওয়া হয়েছে নতুন।