বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জের বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামের ১০৪ বছরের ছখিনা বেগম পায়নি বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ সরকারি কোন সুযোগ সুবিধা এ ঘটনায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বিষয়টি নজরে নিয়ে সেই বার্ধক্য ছখিনা বেগমের সকল দায় দায়িত্ব নিলেন।
আনুষ্ঠানিকভাবে তার দপ্তরে দুপুর ১টায় ছখিনা বেগমকে তার পাশের চেয়ারে বসিয়ে চা নাস্তা খাওয়ান পরে পারিবারিক খোজ খবর নিয়ে বয়স্ক ভাতার বই তুলে দেন তার হাতে। শুধু বয়স্ক ভাতার কার্ড দিয়েই তার দায়িত্ব শেষ নয় বলে জানালেন নির্বাহী কর্মকর্তা আজ থেকে এ বৃদ্ধ মাথার ভরন পোষন, তার বেদখলকৃত জমি উদ্ধার, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার সকল প্রকার দায় দায়িত্ব নিলেন তিনি।
এ সময় আনুষ্ঠানিকভাবে এ বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. রায়হান কবীর, ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান লাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, শিক্ষা অফিসের সহকারি শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, অসীম কুমার সরকার, রিপন চন্দ্র মন্ডল, শিক্ষক হোসনে আরা হাসি, রবিন্দ্রনাথ সহ বিভিন্ন কর্মকর্তা সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, শুধু এ রকম ছখিনা বেগম নয় সমাজের অবহেলিত নিস্পেশিত সাধারণ মানুষের কথা ভেবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষনিক চিন্তা চেতনায় নিজেকে নিয়োজিত রাখেন। সে ক্ষেত্রে বিভিন্ন সামাজিক উন্নয়নমৃলক কর্মকান্ডে সরকারি সুযোগ সুবিধা দিচ্ছেন সরকার।