বাগেরহাটের মোড়েলগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় আয়োজিত ও উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পর্যায়ে ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ভাইস চেয়ারম্যান (মহিলা) মিসেস ফাহিমা খানম।
অধ্যাপক জাকির হোসেন রিয়াজের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, একাডেমিক সুপারভাইজার মোঃ বাকী বিল্লাহ, অধ্যাপক মো. জহিরুল ইসলাম,বেদান্ত হালদার, শিমুল বিশ্বাস, বিদ্যুৎ হাওলাদার, ভারত চন্দ্র হালদার, মোড়েলগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম ও শহিদুল ইসলাম প্রমুখ।
প্রতিযোগিতায় বিজ্ঞান অলিম্পিয়াডে জুনিয়র গ্রæপে প্রথম স্থান অধিকার করে এ. সি. লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাজিদ কামাল দ্বীপ, সিনিয়র গ্রæপে প্রথম স্থান অধিকার করে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের আয়শা সিদ্দিকা লামিয়া।
বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতায় জুনিয়র গ্রæপে প্রথম স্থান অধিকার করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল বাধন রিচি ও তার দল, সিনিয়র গ্রæপে প্রথম স্থান অধিকার করে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের মারিয়া মেহেরিন ও তার দল। সভায় প্রধান অতিথি, সভাপতি ও অতিথিবৃন্দ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বিষয় তুলে ধরে অংশগ্রহনকারীদের মাঝে বক্তব্য রাখেন।