মোড়েলগঞ্জ: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির অফিস শুভ উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে নব্বইরশী বাসষ্ট্রান্ডে এ অফিস উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলু, কেন্দ্রীয় জাতীয় যুবসংহতি সভাপতি মাববুবর রহমান লিটন, জেলা যুবসংহতি সাধারণ সম্পাদক রাহুল দেব মন্ডল, মোড়েলগঞ্জ জাতীয় পার্টির উপদেষ্টা সাজন কুমার মিস্ত্র।
উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহারিয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সদস্য সচিব মো. আকতারুজ্জামান, কৃষক পার্টির সভাপতি মো. ইদ্রিস আলী হাওলাদারসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। এদিকে অনুষ্ঠানের শেষ পর্যায় মোড়েলগঞ্জ মেয়র প্রার্থী এ্যাড. তাজিনুর রহমান পলাশ জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে মমতবিনিময় করেন। মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির নেতাকর্মীরা সমর্থন জানান।
Attachments area