বাগেরহাট: মোড়েলগঞ্জ প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে একুশে টেলিভিশনের এইচ এম মইনুল ইসলাম সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের মশিউর রহমান মাসুম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটে প্রেস ক্লাবের ১৯ জন ভোটার সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। বেলা ১টায় ফলাফল ঘোষনার সময় উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, থানার ওসি(তদন্ত) ঠাকুর দাস মন্ডলসহ শরণখোলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবুল দাস, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি আলী আকবর টুটুল, বাংলা ভিশনের মোল্লা মাসুদুল হক, দৈনিক আমার সংবাদের এসএস শোহানসহ প্রমুখ।
নির্বাচনে কার্য নির্বাহী পরিষদের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি হেমায়েত হোসেন, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম খোকন, অর্থ ও দপ্তর সম্পাদক এসএম সাইফুল ইসলাম কবির।
এ ছাড়াও কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. জামাল শরীফ, রফিকুল ইসলাম মাসুম, শামীম আহসান মল্লিক ও ফজলুল হক খোকন। আগামি ১লা জানুয়ারি থেকে এ কমিটি দায়িত্ব গ্রহন করবে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মো. জামাল শরীফ। প্রিজাইডিং অফিসার ছিলেন অধ্যাপক জসিম উদ্দিন শাহীন।