সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৬ অক্টোবর, এগিয়ে কে? | চ্যানেল খুলনা

মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৬ অক্টোবর, এগিয়ে কে?

ক্রীড়া ডেস্কঃমৌসুমের প্রথম এল ক্লাসিকোর জন্য বার্সেলোনা এবং রিয়াল সমর্থকদের অপেক্ষা করতে হবে বরাবর এক মাস (২৭ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর); ঘণ্টার হিসেবে হয় ৭২০ ঘণ্টা! আগামী ২৬ অক্টোবর মাঠে গড়াবে মৌসুমের প্রথম এল ক্লাসিকো। গতবারের মতো এবারও ন্যু ক্যাম্পে রিয়ালকে আতিথ্য দেবে বার্সেলোনা।

গত মৌসুমে প্রথম এল ক্লাসিকো ন্যু ক্যাম্পে হয়েছিল। ২৮ অক্টোবরের সে ম্যাচে ৫-১ রিয়ালকে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। পরের তিনটি এল ক্লাসিকোর একটি ড্র হয়েছে। অন্য দুটিতেও হেরেছিল রিয়াল। এ মৌসুমে তেমন কিছু হতে না দেওয়াটাই মূল লক্ষ্য হবে জিদানের।

যদিও রিয়াল ও বার্সার সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না। কেননা বরাবরই তারকা সমৃদ্ধ রিয়াল এখন তার জৌলুস হারিয়েছে। বার্সাও এবারের লিগে শুরুটা করেছে বেশ বাজে। তবুও ভক্তরা নিজেদের দলকে লড়াইয়ের সেরা ক্লাব হিসেবেই ময়দানে দেখতে চায়।

মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৬ অক্টোবর, এগিয়ে কে?

বুধবার (২৫ সেপ্টেম্বর) এল ক্লাসিকোর দিনক্ষণ নির্ধারণ করেছে লা লিগা কর্তৃপক্ষ। ২৬ অক্টোবর শনিবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় মুখোমুখি হবে বার্সা ও রিয়াল। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ম্যাচটি দুপুরে হওয়াতে ক্ষেপেছে দুই দলের খেলোয়াড় ও সমর্থকরা। এ সময় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে তারা।

তবে দুপুরে এল ক্লাসিকোর আয়োজন এবারই প্রথম নয়। ২০১৭ সালের ডিসেম্বরে দিনের মধ্যভাগে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হয়েছিল ওই এল ক্লাসিকো। যেখানে ৩-০ গোলে জিতেছিল বার্সা।

আসুন যেনে নেই ধ্রুপদী লড়াইয়ে এগিয়ে কোন দল- 

লা লিগা 
মোট ম্যাচ- ১৭৯
রিয়ালের জয়- ৭২টি
বার্সার জয়- ৭২টি
ম্যাচ ড্র- ৩৫টি

কোপা দেল রে 
মোট ম্যাচ-৩৬টি
রিয়ালের জয়-১২টি
বার্সার জয়-১৬টি
ম্যাচ ড্র-৮টি

চ্যাম্পিয়নস লিগ 
মোট ম্যাচ-৮টি
রিয়ালের জয়-৩টি
বার্সার জয়-২টি
ম্যাচ ড্র-৩টি

অন্যান্য প্রতিযোগিতা 
মোট ম্যাচ ২০টি
রিয়ালের জয় ৮টি
বার্সার জয় ৬টি
ম্যাচ ড্র-৬টি

সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল-বার্সা এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছে মোট ২৪২ বার; যেখানে ৯৫ বার জিতেছে রিয়াল আর ৯৬ বার জয় উল্লাস করেছে কাতালানরা; বাকি ৫১টি ম্যাচ ড্র।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

‘দেশের মানুষের দারিদ্রের হার ১৮.৭০ শতাংশে নেমে এসেছে’

অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, মায়ের কারাদণ্ড

যুবককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, ৩৬ ঘণ্টা পর উদ্ধার

কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ঢুকে ৩ জনকে ছুরিকাঘাত

জার্মানি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

ঢাকার উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।