চ্যানেল খুলনা ডেস্কঃখুলনার ময়ূর নদী দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার ৪তলা ভবনের আংশিকসহ আরও ১০টি সেমিপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। এনিয়ে গত ৩ দিনে নদী দখল করে নির্মাণ করা ২৮টি স্থাপনা উচ্ছেদ করা হলো।
কেসিসির বৈষয়িক কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান, মঙ্গলবার সকাল থেকে উচ্ছেদ কর্মীরা ৪ তলা ভবনের বাকি অংশ ভাঙার কাজ শুরু করে। পাশাপাশি নদী দখল করে নির্মাণ করা আরও ১০টি সেমিপাকা স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে। গতকাল পর্যন্ত কাশেমনগর এলাকার সব অবৈধ স্থাপনা ভাঙার কাজ শেষ হয়েছে। বুধবার থেকে নিরালা এলাকায় নদীর অবৈধ দখল ভাঙার কাজ শুরু করা যেতে পারে।
খুলনার জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন জানান, নদী ও খাল দখল করে নির্মাণ করা ৩৮২টি অবৈধ স্থাপনা রয়েছে। সব স্থাপনা অপসারণ করা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে।