সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
যশোরের ১৫টি ইউনিয়নের কর্মসংস্থান কর্মসূচীর ৭ কোটি টাকার সিংহভাগ হরিলুটের অভিযোগ | চ্যানেল খুলনা

যশোরের ১৫টি ইউনিয়নের কর্মসংস্থান কর্মসূচীর ৭ কোটি টাকার সিংহভাগ হরিলুটের অভিযোগ

চ্যানেল খুলনা ডেস্কঃপরপর বিগত দুই অর্থবছরে যশোর সদরে ১৫টি ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় দু’দফা ৮০দিনের কাজ দেখিয়ে ৪হাজার ২শ’ শ্রমিকের নামে তড়িগড়ি মাস্টাররোল তৈরী করে ভূয়া ব্যাংক হিসাব খুলে প্রায় ৭ কোটি টাকার সিংহভাগ লোপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ঘুরে অনুসন্ধান চালিয়ে এ সব তথ্য পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে ও বিভিন্ন অনুসন্ধানে জানা যায়, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, মেম্বর ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফারুক হোসেন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই বিপুল অংকের অর্থ হরিলুটের সাথে জড়িত রয়েছেন। হরিলুটের একটি বড় অংশ উপজেলা কর্তার পকেটে ঢুকেছে। অবশ্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এবং উপ-সহকারী প্রকৌশলী ফারুক হোসেন এ অভিযোগের সত্যতা অস্বীকার করেছেন। অথচ মাঠ পর্যায়ে অনুসন্ধানে যশোর সদরের ১৫টি ইউনিয়নের যেসব স্থানে কর্মসংস্থান কর্মসূচীর কাজ হয়েছে বলে দাবি করা হয়েছে, সরেজমিন তার প্রত্যেকটি এলাকায় যেয়ে বিন্দুমাত্র উন্নয়নের চিত্র চোখে পড়েনি। সংশ্লিষ্ট এলাকাবাসী তাদের ইউনিয়নে এধরনের কোনো কর্মসূচী বাস্তবায়ন হয়েছে এমন তথ্যে দিতে পারেননি। যশোর সদর উপজেলার হৈবতপুর, কাশিমপুর, চুড়ামনকাঠি ও ইছালী ইউনিয়নে কর্মসংস্থান কর্মসূচীতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে অনুসন্ধানে জানা গেছে। বিগত অর্থবছরে এই ইউনিয়নগুলিতে ৪০দিনের কর্মসংস্থান কর্মসূচীর আওতায় দু’দফা মোট ৮০দিনের কাজ দেখিয়ে মাষ্টাররোলে প্রতিদিন ২০০টাকা হাজিরার যেসব শ্রমিকের নাম ঠিকানা ব্যবহার করা হয়েছে আদৌও তারা জানেন না তাদের নামে ভূয়া ব্যাংক হিসাব খুলে টাকা উত্তোলন করা হয়েছে। মাঠ পর্যায়ে তদন্ত হলে দুর্নীতির এ চিত্র বাস্তবে প্রমাণিত হবে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।
যশোর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্র জানায়, গত ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ অর্থবছরে সদরের ১৫টি ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ৪০দিন করে দু’দফা ৮০দিনের কর্মসূচী বাস্তবায়ন করা হয়। এ কর্মসূচী বাস্তবায়ন করতে ৪হাজার ২শ’ শ্রমিক লেগেছে, যাদের প্রত্যেকের প্রতিদিনের হাজিরা ছিল ২শ’ টাকা। এ হিসেবে ১৫টি ইউনিয়নে ৮০দিনের কর্মসংস্থান কর্মসূচী বাস্তবায়ন করতে ব্যয় দেখানো হয়েছে ৬ কোটি ৭২ লাখ টাকা। এদিকে ফতেপুর, বসুন্দিয়া, নরেন্দ্রপুর, রামনগর, চাঁচড়া, উপশহর, নওয়াপাড়া, আরবপুর, দেয়াড়া, লেবুতলা ও কঁচুয়া ইউনিয়নেও দুর্নীতির এ চিত্র প্রায় একই। এসব ইউনিয়নেও খোঁজ নিয়ে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর কোনো উন্নয়ন চোখে পড়েনি। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু কিছু ইউপি সদস্য ৪০% কাজ করার কথা স্বীকার করেছেন। তাছাড়া এসব ইউনিয়নের যেসব শ্রমিকের নাম ঠিকানা ব্যবহার করে ভুয়া ব্যাংক হিসাব ও মাস্টাররোল তৈরীর মাধ্যমে টাকা উত্তোলন করা হয়েছে এমন খবর জানেন না ৬০% শ্রমিক। মাস্টাররোল অনুযায়ী ১৫টি ইউনিয়নে মাঠ পর্যায়ে তদন্ত হলে ৬ কোটি ৭২ লাখ টাকার সিংহভাগ অর্থ হরিলুটের প্রকৃত চিত্র বেরিয়ে পড়বে বলে সূত্র দাবি করেছে।এব্যাপারে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই কর্মসূচীর অর্থ লুটপাটের প্রশ্নই ওঠেনা। কারণ যেসব শ্রমিক কাজ করেছে তাদের প্রত্যেকের নামে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তারাই টাকা উত্তোলন করে নেয়। অথচ অনুসন্ধানে দেখা গেছে, মাস্টাররোলে যাদের নাম ঠিকানা ব্যবহার করা হয়েছে তারা প্রত্যেকেই স্থানীয় চেয়ারম্যান-মেম্বরের কাছের লোক। ৪০দিনের কর্মসংস্থান কর্মসূচীতে তাদের নাম ঠিকানাই ব্যবহার করে সু-কৌশলে এ প্রকল্পের অর্থ লুটপাট করা হয়েছে। এব্যাপারে অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী ফারুক হোসেনের সাথে যোগাযোগ করা হলে পুরো অভিযোগটি তিনি অস্বীকার করেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।