সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
যশোরে করোনায় সুরক্ষা সামগ্রী বিক্রয় হচ্ছে ফুটপাতে : মান নিয়ে প্রশ্ন | চ্যানেল খুলনা

যশোরে করোনায় সুরক্ষা সামগ্রী বিক্রয় হচ্ছে ফুটপাতে : মান নিয়ে প্রশ্ন

নাফি উজ জামান পিয়াল, যশোর প্রতিনিধি : করোনা ভাইরাসের থেকে সুরক্ষায় ব্যবহৃত মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, হেক্সাসলসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী বিক্রয় হচ্ছে ফুটপাতে। যশোরের প্রাণকেন্দ্র দড়াটানায় সিদ্দিক বেকারির সামনে এই সব সামগ্রী নিয়ে বিক্রয় করছেন দুই ব্যক্তি। যদিও গত মাসে যখন বাংলাদেশে করোনা রোগী সনাক্তক হওয়ার পর থেকে এসব সুরক্ষা সামগ্রী আর পাওয়া যাচ্ছিল না। তখন শহরের প্রায় সব ফার্মেসি ও মেডিকেল শপ গুলোতে গিয়ে দেখা গিয়েছিল এসব সুরক্ষা সামগ্রী সব শেষ।
সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, গত মাসে এগুলো পাওয়া যায়নি তাহলে এখন এসব বিক্রেতারা এগুলো কোথা থেকে পাচ্ছে ? এক বিক্রেতার সাথে এ নিয়ে কথা বললে তিনি জানান, আমি এগুলো অন্য একজনের থেকে কিনেছি, সে কোথায় পেয়েছে তা আমি জানি না ।
এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসের প্রভাব দিন দিন বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ অতি আগ্রহের সাথে এসব সুরক্ষা সামগ্রী কিনছে। মামুন নামের একজন ক্রেতার সাথে কথা হলে তিনি জানান, দেশের অবস্থা খুব বেশি ভালো না, নিজের ও পরিবারের সকলের সুরক্ষার জন্য এগুলো কিনছি। তবে দামটা অনেক বেশি।
প্রতিটি সার্জিক্যাল মাস্ক বিক্রয় হচ্ছে ১৫-২০ টাকা, হ্যান্ড গ্লাভস বিক্রয় হচ্ছে ২০-১০০ টাকার মধ্যে, হ্যান্ড স্যানিটাইজার ছোট বোতল বিক্রয় হচ্ছে ১০০ টাকায় আর বড় বোতল বিক্রয় হচ্ছে ২৫০-৩০০ যদিও এর সাথে পণ্যের দাম লেখা নেই। হেক্সাসল বিক্রয় হচ্ছে ৫০-১০০ টাকা বড় বোতল ২০০-৩০০ টাকা।
এসব সুরক্ষা সামগ্রী কতটুকু ভালো মানের তা নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মনে। সঠিক মানের পণ্য পাওয়া খুব কঠিন বলে মনে করছে তারা। কিন্তু এই পরিস্থিতিতে এসে যা পাচ্ছে তাই নিয়েই সন্তুষ্ট থাকছে সাধারণ মানুষ।
সামাজিক দূরত্বের কথা বলা হলেও মানা হচ্ছে না সেটি। পাশাপাশি ৫-৬ জন দাড়িয়ে এসব সামগ্রী ক্রয় করতে দেখা গিয়েছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোলে বাস চাপায় সাইকেল আরোহী নিহত

শার্শায় সাংবাদিকের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেনের মত বিনিময়

যশোরের শার্শায় অনিয়মের অভিযোগে ৩টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

নো-ম‍্যান্সল‍্যান্ডে অস্থায়ী শহীদ মিনারে দু-বাংলার ভাষাপ্রেমীদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

দৈনিক যশোর বার্তা’র মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত

বেনাপোলে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।