যশোর প্রতিনিধিঃ যশোর কালেক্টরেট সভাকক্ষে ৩০ মার্চ সোমবার করোনা ভাইনাস সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায়,মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার গিয়াস উদ্দীন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক কামরুল আরিফ, সিভিল সার্জন শেখ আবু শাহীন, লে.কর্ণেল নিয়ামুল ইসলাম,পুলিশ সুপার আশরাফ হোসেন,বিএমএএর ডাক্তার এমএ বাশার,সভাপতি পৌরসভার প্যানেল মেয়র হাবিবুর রহমান চাকলাদার মনি,সচিব আজমল হোসেন । এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় আলোচনা হয় করোনা রোগী বেশি হলে টিবি ক্লিনিকের পাশাপাশি ইবনে সিনা হাসপাতাল ও নোভা ক্লিনিক চিকিৎসা সেবার কাজে ব্যবহার করা হবে। সেই সাথে আবাসিক হোটেল চালু রাখার বিষয় নিয়ে মালিকদের সাথে আলোচনা করা হবে। করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হয়ে স্বাস্থ্য বিভাগের নিয়ম মেনে চলা উচিৎ।