যশোর প্রতিনিধি: যশোরে ভারত ফেরত ব্যক্তি ও তারা স্বজনরা মিলে মোট ৮২ জনকে জেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৩১ জন। কিন্তু কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মধ্যে সকলেই হাসপাতালের খাবার নিয়ে অভিযোগ করেছেন। তাদের অভিযোগ যে মানের খাবার তাদের দেওয়া হচ্ছে তা খাওয়া অনুপযোগী। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন হাসপাতালের খাবার খেতে না চাইলে ব্যক্তি উদ্যোগে বাড়ির খাবার খেতে পারবেন।
এদিকে ভারত ফেরত এক রোগী অভিযোগ করেছেন, ভারতের চিকিৎসকের খাবার অনুযায়ী তিন বেলা খেতে হয়। এ জন্য বাড়ি থেকে স্বজনদের খাবার আনতে বলি। কিন্তু স্বাজনরা হাসপাতালে খাবার আনলেও কর্তৃপক্ষ তা দিচ্ছেন না খেতে।
এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় জানান, হাসপাতালে যারা আছেন তাদেরকে সরকারি খাবার সরবরাহ করা হচ্ছে। কিন্তু কোয়ারেন্টাইনে যারা আছেন তারা খেতে চাইছেন না। তারা ব্যক্তিগত খাবার খেতে চাইছেন। কিন্তু প্রশাসনের অনুমোদন ছাড়া তাদের খাবার ভেতরে দেওয়ার নিয়ম নেই।