যশোর প্রতিনিধি : করোনাভাইরাস এর প্রভাবে যশোরের বিভিন্ন গ্রামের ছোট-বড় বাজারগুলো এখন জনমানব শূন্য হয়ে পড়েছে। সীমিত দোকানপাট খোলা থাকলেও অধিকাংশ দোকানপাটই বন্ধ রাখা হয়েছে। প্রতিটি এলাকায় ইউনিয়ন পরিষদ কর্তৃক করোনা ভাইরাসের প্রতিরোধ মূলক সচেতনতা বিষয়ক মাইকিং করার পর থেকে বাজারগুলোতে গণজামায়েতে বন্ধ হয়েছে। তবে সন্ধ্যায় কিছু কিছু দোকানে একসাথে কয়েকজনকে দেখা যাচ্ছে। যদিও তারা জরুরী প্রয়োজনে বাজারে আসছে কিন্তু যতটুকু দূরত্ব রাখা প্রয়োজন ততটুকু দ্রুত রাখছে না।
এদিকে আজ শুক্রবার জুম্মার নামাজে মসজিদে মুসল্লিদের ভীড় লক্ষ করা যায়। বিভিন্ন মসজিদে একই চিত্র। জুম্মার নামাজ শেষে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।