যশোর প্রতিনিধি : যশোরে কালোবাজার বিক্রি করা খাদ্য অধিদপ্তরের চার মেট্টিক টন ( চার হাজার কেজি) চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার শানতলা এলাকার একটি গুদাম থেকে ওই চাল জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের ফজর আলী মোল্লার ছেলে রাকিবুল হাসান ও শহরতলীর ঝুমঝুমপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে হাসিবুল হাসান।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মারুফ আহম্মেদ জানান, মঙ্গলবার বিকেলে গোপনে সংবাদের ভিত্তিতে যশোর-ঝিনাইদহ সড়কের সদর উপজেলার শানতলা এলাকার একটি গুদামে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে অভিযানো হয়। সেখান থেকে চালিয়ে পঞ্চাশ কেজির ৮০বস্তা ( চার হাজার কেজি) খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত চাল জব্দ করা হয়েছে। সরকারি এই চাল ত্রাণ হিসেবে বিতরণের জন্য প্যাকেজ করছিল। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালানো হবে।