যশোরে বাড়ির সামনে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনিকে (৫২) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে শহরের চোপদারপাড়া আকবারের মোড় এলাকায় তার নিজ বাসভবনের সামনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড়ের কাছে নিজ বাড়ির সামনে স্ত্রীকে সাথে নিয়ে দাঁড়িয়ে ছিলেন বদিউজ্জামান ধ্বনি। এ সময় একদল দুর্বৃত্ত হঠাৎ করেই তার ওপরে আক্রমণ করে। তারা ধারাল অস্ত্র দিয়ে ধনির কোমরের নিচ থেকে পা পর্যন্ত বেশ কয়েক জায়গায় আঘাত করে এবং উপর্যুপরি কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর সোয়া ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে, যুবদলের শীর্ষ নেতার হত্যাকাণ্ডের খবরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতাল ও ঘটনাস্থলে ছুটে যান।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট এন কে আলম বলেন, প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে যশোর কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, কী কারণে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্ঘাটনে পুলিশ তৎপরতা শুরু করেছে। পুলিশ জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান শুরু করেছে।