সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
যশোরে ডিশ বাবুকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন | চ্যানেল খুলনা

যশোরে ডিশ বাবুকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

যশোর প্রতিনিধি:: যশোরে মুক্তিযোদ্ধা ফিরোজ হায়দারের সন্তান আতাউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মীর মোশাররফ হোসেন ওরফে ডিশ বাবুর দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার প্রেসক্লাব যশোরের সামনে মুক্তিযোদ্ধা মঞ্চের আয়োজনে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন আতাউর রহমানের বাবা মুক্তিযোদ্ধা ফিরোজ হায়দার, মুক্তিযোদ্ধা মঞ্চের কেন্দ্রীয় যুগ্ম-আহবায়ক শাহজাদী জাহান মুক্তি, ঢাকা বিশ^বিদ্যালয়ের সাধারণ সম্পাদক খোকন মিয়া, যশোরের সভাপতি শেখ সোয়েব আহমেদ শুভ ও সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা।

বক্তারা বলেন, ডিশ বাবু মুক্তিযোদ্ধা ফিরোজ হায়দারের ছেলে আতাউর রহমানের ডিশ ব্যবসা দখল করে নেয়। তারপর পরিকল্পিতভাবে ২০১৫ সালে ১৯ এপ্রিল তাকে হত্যা করে। মামলার তদন্তকারী কর্মকর্তাকে ম্যানেজ করে বাবু চার্জশিট থেকে তার নাম বাদ দিয়ে দেয়। এরপর থেকে বাবু ব্যবসটি দখলে রাখতে যশোর সিটি ক্যাবলের এমডি পদটি ঢাল হিসেবে ব্যবহার করে। ঝিকরগাছার দু’টি ইউনিয়নে ১৫ টি গ্রামের ব্যবসাও দখল করে নেয়। আর মুক্তিযোদ্ধা ফিরোজ হায়দারকে উল্টো হেনস্তা করতে আদালতে চেক ডিজঅনার মামলা করে। মুক্তিযোদ্ধা ফিরোজ হায়দার প্রতিবাদ করলে বাবু তাকে ও তার দুই ছেলেকে হত্যার হুমকি দেয়। নিরাপত্তার জন্য ২০১৮ সালে ২৭ মার্চ ফিরোজ হায়দার বাবুর বিরুদ্ধে একটি জিডি করেন।

তারা বলেন, শুধু আতাউর রহমানকে হত্যা নয় যশোর শহরের বড় বাজারের অপরাধের নাটের গুরু ডিশ বাবু। দীর্ঘদিন ধরে বাবু বড় বাজারের ইজারাদার। মুক্তিযুদ্ধের সময় তারা পারিবারিকভাবে পাকিস্তান প্রেমিক প্রেমিক ছিল। বাবু ছিল জেলা বিএনপির সদস্য। বাজারের ইজারাদারসহ প্রভাব-প্রতিপত্তি ধরে রাখতে বর্তমানে যুবলীগ নেতা সেজেছে। যশোর অঞ্চলের চোরাচালান সিন্ডিকেটসহ বিভিন্ন অবৈধ ব্যবসা বাবুই নিয়ন্ত্রণ করে। বাবু কোটি কোটি টাকার মালিক। শহরে তার কয়েকটি বাড়ি, মার্কেট, একাধিক স্থানে জমি ও দামি গাড়ি রয়েছে। প্রভাব বজায় রাখতে বাবুর নির্দেশে ২০২০ সালে ২৬ ফেব্রুয়ারি বড় বাজারের মাছের আড়ত কর্মচারি শেখ ইমরান হোসেন মুন্নাকে হত্যা করা হয়। তাই নেতৃবৃন্দ বাবুকে নেতৃবৃন্দ বাবুকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয়া হয়।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরের শার্শা সীমান্তে পিটুনিতে দুই যুবকের মৃত্যু

বিজয় দিবসে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বর্ণীল আয়োজনে শার্শায় মহান বিজয় দিবস উদযাপন

বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

কোন ইন্ধনে নয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধের আহব্বান

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও যাতায়াত স্বাভাবিক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।