নাফি উজ জামান পিয়াল, যশোর প্রতিনিধি: যশোর জেলায় তীব্র পানি সংকট দেখা দিয়েছে। গ্রীষ্মের খরা তাপে পানি স্তর নেমে যাওয়ায় অধিকাংশ টিউবওয়েল অকেজো হয়ে পড়েছে। সেগুলোতে পানি উঠছে সেগুলোও পরিমাণে কম। গ্রামের মানুষ দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করছেন। শহরে ভরসা পৌরসভার সাপ্লাই। সেখানেও পানির চাপ কম, আছে ময়লা ও দুর্গন্ধের অভিযোগ।
যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম জানান পানির স্তর ১৬ থেকে ২০ ফুট নেমে গেছে। এ কারনে সাধারণ টিউবওয়েলে পানি উঠছে না। ২০ ফুটের নিচের স্তরে পানি আছে। যেকারনে ডিপ টিউবওয়েল ও সাব মার্সেবলগুলোতে পানি উঠছে।
যশোর পৌরসভার পানি শাখার সুপারভাইজার ইসাহক হোসেন জানান পৌরসভার প্রতিদিন পানির চাহিদা ৩ কোটি ৬০ লাখ লিটার। শহরের ২৯টি পাম্প থেকে পানি সরবারহ করা হচ্ছে ৩ কোটি ২৬ লাখ ২৪ হাজার লিটার। ৩৩ লাখ ২৪ কম পানি সাপ্লাই দেয়া হচ্ছে।
পানিতে ময়লা ও দুর্গন্ধ থাকার অভিযোগ করেছেন শহরের বেজপাড়ার কবরস্থান পাড়ার শহিদুল ইসলাম, অলিয়ার রহমান, শংকরপুরের এজাজুর রহামান, বেজপাড়ার পিয়ারী মোহন রোডের রফিকুল ইসলামসহ আরো অনেকে। পৌরসভার পানি শাখার উপসহকারী প্রকৌশলী কামাল আহমেদ জানান আয়রনের কারনে পাইপ থেকে পানিতে ময়লা বের হচ্ছে। যেখান থেকে অভিযোগ পাচ্ছি সেখানে যেয়ে পাইপ পরিষ্কার করে দেয়া হচ্ছে। এরপর সাপ্লাই পানিতে আর ময়লা বের হচ্ছে না। এখন পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি কম উঠছে। সেই সাথে করোনার কারণে মানুষ বেশি বেশি পানি ব্যবহার করছে। পানির চাহিদাও বেড়ে গেছে। এজন্য কিছুটা সংকট দেখা দিয়েছে। একটু বৃষ্টি হলে পৌরবাসী চাহিদা অনুযায়ী পানি পাবে।