যশোর প্রতিনিধিঃযশোরে পরিত্যক্ত একটি স্কুলব্যাগের ভেতর থেকে প্রায় ৩৫ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করেছে বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা। শনিবার (১৮ জানুয়ারি) বিকালে জেলার নাভারন রেলস্টেশন মোড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় ওই স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কেউ ওই স্বর্ণের মালিকানা দাবি করেননি।
বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শহিদ জানান, গোপন সংবাদে শনিবার বিকালে নাভারন রেলস্টেশন মোড়ের ফলপট্টিতে অভিযান চালায় বিজিবি। এ সময় পরিত্যক্ত অবস্থায় থাকা একটি লাল রঙের স্কুলব্যাগের ভেতরে ৬২০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার হওয়া ওই স্বর্ণের আনুমানিক মূল্য ৩৪ লাখ ৭২ হাজার টাকা।
স্কুলব্যাগসহ উদ্ধার হওয়া স্বর্ণ বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।